বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ঠান্ডার কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারি না’

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২২ ১৪:৪৬

দিনাজপুর শহরের ষষ্ঠীতলা এলাকার দিনমজুর খালেদ আলী বলেন, ‘দিন যত যাচ্ছে শীতের মাত্রা ততই বেড়ে যাচ্ছে। একই সঙ্গে আমাদের কাজ করার গতি হারিয়ে ফেলছি। কারণ ঠান্ডায় ঠিকমতো কাজ করা সম্ভব হয় না। আমার মতো বয়স্ক মানুষদের ঠান্ডার সময় মানুষ কাজেও নেয় না।’

ঘন কুয়াশায় ঢেকে গেছে হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরের পথঘাট। ভোর থেকে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলেছে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

কুয়াশা ও শীতের তীব্রতার কারণে থমকে গেছে দিনাজপুরের কর্মচাঞ্চল্য।

জেলা আবহাওয়া অফিসের রোববারের তথ্য অনুযায়ী, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি, যা চলতি মৌসুমে সর্বনিম্ন।

তীব্র এ শীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্তদের মধ্যে রয়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

ইজিবাইকচালক লতিফুর ইসলাম বলেন, ‘ঠান্ডার কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারি না। তার ওপর শীতের জন্য সাধারণ মানুষ বাড়ি থেকে বেশি বের হয় না। এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।’

শহরের ষষ্ঠীতলা এলাকার দিনমজুর খালেদ আলী বলেন, ‘দিন যত যাচ্ছে শীতের মাত্রা ততই বেড়ে যাচ্ছে। একই সঙ্গে আমাদের কাজ করার গতি হারিয়ে ফেলছি। কারণ ঠান্ডায় ঠিকমতো কাজ করা সম্ভব হয় না। আমার মতো বয়স্ক মানুষদের ঠান্ডার সময় কাজেও নেয় না।’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, ‘রোববার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

‘চলতি মৌসুমে দিনাজপুরে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে সারা দেশের মধ্যে রোববার দিনাজপুরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।’

এ বিভাগের আরো খবর