নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয়দের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন, যিনি ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার হাইজাদী ইউনিয়নের দলদী গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ২৫ বছর বয়সী মোহাম্মদ আসাদুল্লাহ আসাদ আড়াইহাজারের সেনদী মাধবদী এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. রাকিব, আজিজুল ইসলাম ও মো. আরিফুল নামে তিন বেলুন বিক্রেতা আহত হন। আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের গুরুবদী গ্রামের এ তিন বাসিন্দাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, রাতে উপজেলার দলদী গ্রামের মূল সড়কে আসাদসহ আরও কয়েকজন অবস্থান করছিলেন। ওই সময় সেখান দিয়ে মোটরসাইকেলে মেলা থেকে বাড়ি ফিরছিলেন রাকিব, আজিজুল ও আরিফুল। পথে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইলসহ সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিতে চান। বেলুন বিক্রেতারা সামগ্রীগুলো দিতে না চাওয়ায় তাদের কুপিয়ে আহত করেন ছিনতাইকারীরা।
ওসি আরও জানান, বেলুন বিক্রেতাদের চিৎকারে আশপাশের গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে ছিনতাইকারীরা পালিয়ে যান। ওই সময় তাদের মধ্য থেকে আসাদকে ধরে পিটিয়ে হত্যা করেন স্থানীয়রা।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পিটুনিতে মৃত্যু হয় আসাদের। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত হচ্ছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।