বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্দোলনেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে: সিলেটে বিএনপি

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২২ ২০:৪০

মিছিল-পরবর্তী পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘দেশের জনগণ সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছে। জুলুম ও নির্যাতন করে জনতার এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।’

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি ও যুগপৎ আন্দোলনে সিলেটে মিছিল করেছে বিএনপি।

শনিবার দুপুরে সিলেটে জেলা ও মহানগর বিএনপির সম্মিলিত মিছিল অনুষ্ঠিত হয়। নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে না দেয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতাদের কারাবন্দি করে সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করার পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘দেশের জনগণ সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছে। জুলুম ও নির্যাতন করে জনতার এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। চলমান আন্দোলনের মাধ্যমেই সব রাজবন্দিকে মুক্ত করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। জনগণের দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।’

তিনি আরও বলেন, ‘বিএনপির কর্মসূচিগুলোতে জনতার জোয়ার নামে। দেশে যে স্বৈরতন্ত্র ও অপশক্তি বিদ্যমান রয়েছে, আমরা সেই অপশক্তিকে উৎখাত করার জন্য আন্দোলন করে যাচ্ছি। আওয়ামী লীগ দমন-পীড়নের নামে চরম মানবাধিকার লঙ্ঘন করছে, যা দেশ-বিদেশে নিন্দনীয় হচ্ছে। এসব ঘটনায় এই দেশের জনগণ হিসেবে আমরাও লজ্জিত হচ্ছি। এর জন্য বাংলাদেশ দায়ী নয়, দেশের জনগণ দায়ী নয়, বরং এই ফ্যাসিবাদী সরকার দায়ী। ইনশা আল্লাহ অতি শিগগিরই এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে।’

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালি পংকির সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় এ সময় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকীসহ অনেকেই।

এ ছাড়াও মিছিলে সিলেটে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন উপজেলা, পৌর, ওয়ার্ড এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

এ বিভাগের আরো খবর