আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে।
সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানের পার্শ্ববর্তী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা ৩টা ১৮ মিনিটের দিকে এই অধিবেশন শুরু হয়।
প্রথম অধিবেশনের বিরতি শেষে সোয়া ৩টার দিকে সেখানে এসে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রতিটি বিভাগ থেকে একজন করে কাউন্সিলর বক্তব্য দেবেন।
এই অধিবেশনেই দলটির নেতৃত্ব নির্বাচিত হবে। কাউন্সিলরদের বক্তব্য শেষে শেখ হাসিনা তাদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ূনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন এই প্রক্রিয়া সম্পন্ন করবে।