বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপগঞ্জে আওয়ামী লীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৫

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২২ ১৩:৫৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হাট এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হাট এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (রূপগঞ্জ) আবির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি গ্রুপ এবং পৌর যুবলীগ সভাপতি ও কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম গ্রুপের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

শুক্রবার রাতে গোলাম রসুল একটি পিঠা উৎসবে যোগ দিতে কেন্দুয়া এলাকায় গেলে সেখানে তার ওপর হামলা করে পৌর মেয়রের ভাই শফিকুল ইসলাম ও তার লোকেরা। পরে গোলাম রসুলের লোকজনও সেখানে গেলে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে চরপাড়া এলাকার যুবলীগ নেতা আফজাল হোসেন, কাঞ্চন এলাকার বাছির উদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযানে নেমেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এ বিভাগের আরো খবর