বিএনপিসহ বিভিন্ন দলের কর্মসূচিতে বাধা ও হামলা-মামলার অভিযোগ তুলে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘এই সরকার সীমা অতিক্রম করছে। তারা এগুলো করছে ভয় দেখানোর জন্য। এই নিষ্ঠুরতার একটা সীমা থাকা দরকার।’
নারায়ণগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
সাকি বলেন, ‘বিভিন্ন দলের কর্মসূচিতে বাধা ও হামলা-মামলার ঘটনায় এই সরকার সীমা অতিক্রম করছে। তারা এগুলো করছে ভয় দেখানোর জন্য। গায়েবি মামলায় হাতকড়া পরে মায়ের জানাজায় শরিক হয়েছেন- এমন ঘটনা ঘটেছে। এই নিষ্ঠুরতার একটা সীমা থাকা দরকার।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন বলছে, তারা রাষ্ট্রকাঠামো মানে না, কিন্তু আমরা নিশ্চিত এই আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামার পরে রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের দাবি নিয়ে আসবে। তখন বাংলাদেশে নতুন একটি ইতিহাস সৃষ্টি হবে৷’
সম্মেলনে আরও বক্তব্য দেন গণসংহতির নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারী সংহতির মহানগরের সম্পাদক পপি রানী সরকার, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইলিয়াস জামান, সাধারণ সম্পাদক ফারহানা মুনা।