ঢাকার সাভারে লেগুনা ও মিনিবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত চারজন। তাদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আশুলিয়া এলাকার আকবর ফকিরের ছেলে ফজলুল ফকির, আল মুসলিম গার্মেন্টসের শ্রমিক মো. নাসির ও শিক্ষার্থী মো. ফাহিম।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, কলমা এলাকায় দুটি পরিবহনের সংঘর্ষ হওয়ার পর সাতজনকে আহত অবস্থায় এনাম মেডিক্যালে নেয়া হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী দিলীপ কুমার বলেন, ‘আমি অন্য বাসে যাচ্ছিলাম। একটা লেগুনা সাভার থেকে যাত্রী নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিল। আরেকটা বাস সাভারের দিকে যাচ্ছিল। কলমা এলাকায় সংঘর্ষ হয়। তখন অনেকের সঙ্গে আমিও গিয়ে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। লেগুনার সামনের অংশ একেবারে বিধ্বস্ত।’
নিহত ফাহিমের বন্ধু মো. শুভ বলেন, ‘আমরা বন্ধুরা জিরাবো পুকুরপাড় এলাকায় আড্ডা দিচ্ছিলাম। আমাদের বন্ধু ফাহিম, শাওন ও নাঈম জাহাঙ্গীরনগর এলাকা থেকে ওখানে আসার কথা ছিল। ফাহিম ফোন করে সেটি জানিয়েছিল।
‘পরে জানতে পারি ফাহিম অ্যাক্সিডেন্ট করেছে। এসে দেখি ফাহিম মারা গেছে। তবে শাওন ও নাঈমের খবর এখনও পাইনি।’