রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সালাহউদ্দিন কাদের রূপন। নদী থেকে উদ্ধার করা হয়েছে তার স্ত্রী মানজুরি তানভীর নিশির মরদেহ।
নদীর বালুগ্রাম চরে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
এই দম্পতির বাড়ি গোদাগাড়ি পৌরসভার শ্রীমন্তপুর মহল্লায়। সালাহউদ্দিন কাজ করেন কিশোরগঞ্জে উত্তরা ব্যাংকের শাখায়।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাতে জানান, শুক্রবার সকালে এই দম্পতিসহ শ্রীমন্তপুর মহল্লার ১৫ থেকে ১৬ জন নৌকায় বালুগ্রাম চরে পিকনিক করতে গিয়েছিলেন। দুপুরে কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় সালাহউদ্দিন ও মানজুরি ডুবে যান। সঙ্গে থাকা অন্যরা মানজুরিকে উদ্ধার করতে পারলেও পাওয়া যায়নি সালাহউদ্দিনকে।
তবে হাসপাতালে নেয়ার পথে মারা যান মানজুরি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
ওহিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সালাহউদ্দিনকে উদ্ধার করা যায়নি। অন্ধকার হওয়ায় উদ্ধারকাজ স্থগিত আছে। শনিবার সকাল থেকে ফের তাকে খোঁজা হবে।