বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাজারো বাইকার কুমিল্লায় সমবেত

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২২ ২০:১৪

কর্মসূচির সমন্বয়ক মালেক খসরু উষা বলেন, ‘গত বছর ধরে সারা দেশের বাইকরা একদিন একসাথ হই। বলা যায় ডিসেম্বরের শেষ সপ্তাহে। এর আগে আমরা কুমিল্লার কোটবাড়িসহ অন্যান্য এলাকায় ক্যাম্পিং করেছি। এ বছর লালমাই স্কাউট গ্রাউন্ডে একত্রিত হয়েছি। এরই মধ্যে এক হাজারের মতো বাইকার সমবেত হয়েছি।’

সচেতনতার অভাব বা ট্রাফিক আইন না জানার কারণে সারাদেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মোটরবাইক আরোহীরা মারা যাচ্ছেন। এমন মৃত্যু হার কমাতে দেশের বিভিন্ন এলাকা থেকে বাইকাররা একত্রিত হয়েছেন কুমিল্লায়। তারা নিয়েছেন সচেতনতামূলক কর্মসূচি।

সড়কে সচেতনতা বাড়াতে বাইকাররা সাত বছর ধরে ডিসেম্বরে নানা জায়গা থেকে একত্রিত হন। এ বছর কুমিল্লার লালমাই উপজেলার স্কাউট গ্রাউন্ডে একত্রিত হয়েছেন তারা। তিন দিনব্যাপী এই কর্মসূচি শেষ হবে শনিবার। বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্টস সিজন ৭ এর আয়োজন করেছে কুমিল্লা ফিউরিয়াস মটো ক্লাব।

বৃহস্পতিবার থেকে বাইকাররা কুমির্লায় জমায়েত হওয়া শুরু করেন। সেখানে সবাই তাবুবাস করেন। এ সময় ক্যাম্পস্থলে বিভিন্ন মোটরবাইক কোম্পানির প্রতিনিধিরা যান।

সড়কে নিরাপদভাবে বাইক চালানোর বিষয়ে তারা পরামর্শ দেন। দীর্ঘ সময় নিয়ে হয় সচেতনতামূলক কর্মশালা।

বাইকার এসএম এমদাদুল হক বলেন, ‘৩৫ বছর ধরে বাইকে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছি। এখনও ঘুরছি। বিষয়টা আনন্দের। তবে সড়ক আইন না জানায় বা অসচেতনভাবে বাইক নিয়ে ঘোরাঘুরির কারণে ঘটছে দুর্ঘটনা। প্রতি বছর আমরা ডিসেম্বরে দেশের বাইকাররা একসাথ হই। সচেতনতামূলক প্রোগ্রাম করি। নাচ-গান করি। আনন্দ করি। আনন্দে আনন্দে সচেতনতা বাড়াই।’

দেশের বিভিন্ন জেলা থেকে বাইকাররা যোগ দিয়েছেন বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্টস সিজন-৭ এ। কক্সবাজার থেকে আসা রিদওয়ান হৃদু বলেন, ‘আমরা সড়কে চলাচলের সময় যদি নিয়ম মেনে চলি, তাহলে দুর্ঘটনা কমবে।’

বান্দরবান থেকে আসা সিফাত বলেন, ‘বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম কারণ। নিয়ন্ত্রিত গতিতে বাইক চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে।’

সিলেট থেকে এসেছেন হাফেজুর ও বরিশাল থেকে আসা লাভলু। তারা বলেন, ‘আমরা চেষ্টা করি ট্রাফিক রুলস মানতে। সবাই যদি ট্রাফিক রুলস ফলো করি, তাহলে যানজট ও সড়ক দুর্ঘটনা কমবে। সড়কে বাড়বে শৃংখলা।’

এই আয়োজনের সমন্বয়ক মালেক খসরু উষা বলেন, ‘গত বছর ধরে সারা দেশের বাইকরা একদিন একসাথ হই। বলা যায় ডিসেম্বরের শেষ সপ্তাহে। এর আগে আমরা কুমিল্লার কোটবাড়িসহ অন্যান্য এলাকায় ক্যাম্পিং করেছি। এ বছর লালমাই স্কাউট গ্রাউন্ডে একত্রিত হয়েছি। এরই মধ্যে এক হাজারের মতো বাইকার সমবেত হয়েছি।

‘আমাদের মূল উদ্দেশ্য সচেতনতা বাড়ানো। তিন দিনব্যাপী উৎসবের প্রথমদিন আমরা সড়কে চলাচল বিষয়ক সচেতনতামূলক কর্মশালা করি। বিষয়গুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছি। এমন সচেতনতামূলক আয়োজন সড়কে শৃংখলা ফেরাতে সহয়তা করবে।’

কুমিল্লা হাইওয়ে রিজিওন পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ‘সড়কে দুর্ঘটনা কমাতে পুলিশের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।’

এ বিভাগের আরো খবর