সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, সাজেক থেকে পর্যটক নিয়ে নামার সময় ৮ নম্বর পাড়া এলাকায় চাঁদের গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়।
রাঙ্গামাটির সাজেকে চাঁদের গাড়ির চাপায় মোটরসাইকেলে থাকা পর্যটক নিহত হয়েছেন।
সাজেকের ৮ নম্বর পাড়া এলাকায় শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. তানভীর। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এসব নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, সাজেক থেকে পর্যটক নিয়ে নামার সময় ৮ নম্বর পাড়া এলাকায় চাঁদের গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা বাইকচালক তানভীরকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওসি নুরুল হক জানান, নিহত তানভীরের বাড়ি চট্টগ্রাম বলে জানা গেছে। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর তার মৃত্যু হয়।