নোয়াখালী জেলা শহরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে বিএনপির ২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ তোলা হয়েছে।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের বাসা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপি নেতারা স্থানীয় দেলোয়ার কমিশনারের বাড়িতে গোপন বৈঠক করছে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। প্রস্তুতি সভার আড়ালে তারা ২৪ তারিখে গণমিছিল থেকে নাশকতা বা এ ধরনের কর্মকাণ্ডের জন্য পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে।’
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন, নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের, সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাহ মো. জাফর উল্যাহ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকের হোসেন।