ঢাকা থেকে ইসলাম পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বরিশাল থেকে পিরোজপুরগামী এসআর পরিবহনের বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়
বরিশালের কাশিপুরে দুই বাসের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
ঢাকা বরিশাল মহাসড়কের কাশিপুরে শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত মো. কালাম এসআর পরিবহনের চালক; তার বাড়ি বাবুগঞ্জের মানিককাঠি এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক লোকমান হোসেন।
তিনি জানান, ঢাকা থেকে ইসলাম পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বরিশাল থেকে পিরোজপুরগামী এসআর পরিবহনের বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়।
সেখানেই মারা যান এসআর পরিবহনের বাসের চালক কালাম। দুই বাসের আহত যাত্রীদের শের-ই-বাংলা মেডিক্যালে নেয়া হয়েছে।