বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাইস মিলে অভিযান, ‘অবৈধ’ দুই হাজার টন ধান উদ্ধার

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২২ ১৬:০১

বগুড়া সদর উপজেলা খাদ্য বিভাগ জানায়, মানিকচকে তানভীর ফুড লিমিটেডের নির্মীয়মাণ রাইস মিলে অভিযান চালিয়ে ৩৪টি ট্রাক থেকে প্রায় ৬৫০ টন এবং মিল এলাকা থেকে ১ হাজার ৪০০ টন ধান জব্দ করা হয়।

বগুড়া সদর উপজেলায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের নির্মীয়মাণ রাইস মিল থেকে প্রায় দুই হাজার টন ‘অবৈধ’ ধান উদ্ধার করেছে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

সদরের মানিকচক এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে এসব ধান উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, মানিকচক এলাকায় তানভীর ফুড লিমিটেডের নির্মীয়মাণ রাইস মিলে বৃহস্পতিবার থেকে একাধিক ট্রাকে করে ধান আসার খবরে অভিযান চালানো হয়। ওই সময় ৩৪টি ট্রাকে প্রায় ৬৫০ টন এবং মিল এলাকায় ১ হাজার ৪০০ টন ধান পাওয়া যায়।

এসব ধানের বিপরীতে বৈধ কাগজপত্র না থাকায় এগুলোকে অবৈধ বলে উল্লেখ করেছে খাদ্য নিয়ন্ত্রক দপ্তর।

এ বিষয়ে তানভীর ফুড লিমিটেডের সিনিয়র ডিজিএম, প্রকৌশলী কেতাউর রহমান বলেন, ‘আমাদের রাইস মিলে ধান ভাঙার ট্রায়াল দিতে হবে। এ জন্য এই ধানগুলো আনা হয়েছে। এই অটো মিলে প্রতি ঘণ্টায় প্রায় ৪০ টন ধান ভাঙার ক্যাপাসিটি হবে।’

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘অভিযানে গিয়ে তানভীর ফুড লিমিটেডের অটো রাইস মিলের কোনো লাইসেন্স পাওয়া যায়নি। যেহেতু রাইস মিল চালু হয়নি, তাই মিল চলার লাইসেন্সও নেই।

‘আবার চাল নিয়ে আসার জন্য আমদানিকারকের লাইসেন্স দরকার। সেটিও তারা দেখাতে পারেননি। অবৈধ ধান উদ্ধারের ঘটনায় মামলা করা হবে।’

এ বিভাগের আরো খবর