গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালিবাড়ী হাটে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজে যাওয়ার সময় কালিবাড়ী হাটের পাশের মার্কেটে আল আমিনের চালের আড়তে আগুন দেখতে পান মুসল্লিরা। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নিভতে নিভতে আটটি দোকান ও গোডাউন ভস্মীভূত হয়ে যায়।
ওষুধ ব্যবসায়ী রঞ্জু মিয়া বলেন, ‘দোকানে থাকা ওষুধ রক্ষার অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা ওষুধও রক্ষা করা সম্ভব হয়নি।’
চাল ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘আমাদের দোকানে থাকা বিপুল পরিমাণ চাল আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তা দিলে অনেক উপকার হবে।’
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান বলেন, ‘গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিভে যায়।’
তিনি আরও বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।’