বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ হা‌সিনাকেও জেলে যেতে হবে: বুলু

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২২ ১৫:৪৪

বুলু বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী, দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তাকে সরকার মিথ্যা মামলায় জেলে রেখেছে। আমি শেখ হাসিনাকে বলেছি, আপনাকে একদিন এভাবে জেলে যেতে হবে। সে সময় বেশি দূরে নয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আগামীতে জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান বরকত উল্লাহ বুলু।

কী কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হবে, তাও বলেও দিয়েছেন তিনি।

বুলু বলেন, ‘প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভোট চাওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার এক অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন বিএনপি নেতা।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন নামে একটি সংগঠন।

বুলু ব‌লে‌ন, ‘তিনবারের প্রধানমন্ত্রী, দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তাকে সরকার মিথ্যা মামলায় জেলে রেখেছে। আমি শেখ হাসিনাকে বলেছি, আপনাকে একদিন এভাবে জেলে যেতে হবে। সে সময় বেশি দূরে নয়।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা চট্টগ্রাম গিয়েছেন, কক্সবাজার গিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিস ব্যবহার করে উনি নৌকার ভোট চান। আমার সুস্পষ্ট মনে আছে, ১৯৭৭ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এমনিভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন, প্রধানমন্ত্রীর অফিস ব্যবহার করে ভোট চেয়েছিলেন।

‘ভারতে গণতন্ত্র আছে। তার পরে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তার সংসদ সদস্যপদ বাতিল হয়েছিল। প্রধানমন্ত্রী পদও চলে গিয়েছিল। তাকে জেলে যেতে হয়েছিল। আমরা আশা করি শেখ হাসিনা আপনি যেভাবে করছেন, আগামী দিনে এমন মামলা এ দেশে হবে এবং আপনার বিচার হবে।’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কারণে বিএনপির গণমিছিল বাতিলের কথা জানিয়ে বুলু বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল, কিন্তু আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্রিক শিষ্টাচার বলতে কোনো কিছু নাই।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের চর হলে আওয়ামী লীগের সরকার কেন তাকে বীর উত্তম খেতাব দিয়েছিল, সে প্রশ্নও রাখেন বুলু।

সরকারের পতন না ঘটিয়ে ঘরে না ফেরার ঘোষণাও দেন বিএনপি নেতা।

তিনি বলেন, ‘এ সরকারের পতন ঘটিয়ে আমরা গণতান্ত্রিকভাবে জাতীয় সরকার গঠন করব। আমাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাই আগামীতে যে আন্দোলন হবে, সে আন্দোলনে উপস্থিত সবাইকে শরিক হওয়ার জন্য আহ্বান জানাই।’

কর্মসূচিতে বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো এত সহজ নয়। সেই জন্যই তো আমরা মাঠে নেমেছি; আন্দোলনের জন্য।’

সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপ‌তিত্বে আরও বক্তব‌্য দেন বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ।

এ বিভাগের আরো খবর