আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, শুক্রবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
হিমালয়ের পাদদেশের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে শীত। দিন যত গড়িয়ে যাচ্ছে তাপমাত্রা তত কমছে।
দিনাজপুরে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, শুক্রবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
তিনি আরও বলেন, এখন তাপমাত্রা ধীরে ধীরে নিচে নামতে থাকবে। সেই সঙ্গে ঘন কুয়াশাও বাড়বে। মাসের শেষের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।