ময়মনসিংহের ভালুকায় মাদ্রাসার শিক্ষক পরিচয় দিয়ে এতিম ছাত্রদের নাম ভাঙিয়ে টাকা তোলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ভালুকা পৌর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ৩৩ বছর বয়সী আবু সাইদকে গ্রেপ্তার করা হয়, যার বাড়ি পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার রায়েরগ্রাম এলাকায়।
র্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘আবু সাইদ সব সময় ধর্মীয় লেবাসে চলাফেরা করত। সে মাদ্রাসা শিক্ষক না হয়েও যেকোনো মাদ্রাসার নাম ভাঙিয়ে ওই মাদ্রাসার শিক্ষক বলে নিজের পরিচয় দিত। পরে রাস্তা, পার্কে ঘুরে কিংবা যানবাহনে চড়ে কান্নাজড়িত কণ্ঠে বিভিন্ন লোকদের বলত বাবা-মা কিংবা ভাই-বোনের যে কেউ মারা গেছে; মরদেহ বাড়িতে রেখেই দাফনের জন্য সহায়তা প্রয়োজন।
‘কেউ অবিশ্বাস করলে চক্রের সদস্যকে ফোন ধরিয়ে কথা বলিয়ে দিত। এ ছাড়া মাদ্রাসার উন্নয়নকাজসহ এতিম ছাত্রদের নাম ভাঙিয়ে বিভিন্নজনের কাছ থেকে সহায়তা চেয়ে টাকা আদায় করে আত্মসাৎ করত।’
র্যাব জানায়, আবু সাইদ প্রতারকচক্রের হোতা। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থানের তথ্য পেয়ে তাকে আটক করা হয়েছে। পরে ভালুকা থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।