এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম।
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর ফিলিং স্টেশনের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী নিহত মাহাবুর হোসেন বিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামের মনসুর আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম জানান, নিহত মাহাবুর ফুলবাড়ী থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে চড়ে বিরামপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক্টর চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।