গাজীপুরের টঙ্গী রেল ব্রিজে লাইনচ্যুত হওয়া বগি সরিয়ে নেয়ায় ৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল।
টঙ্গী রেলওয়ে স্টেশনমাস্টার রাকিবুর রহমান জানান, বেলা ২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদের ওপর টঙ্গী রেল ব্রিজ পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো টঙ্গী স্টেশনে নিয়ে রাখা হয়।
পরে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সন্ধ্যা ৭টায় লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়া হয়। এ সময় প্রায় ৫ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
তিনি আরও জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর বিকল্প উপায়ে ডাউন লাইনে উভয়মুখী ট্রেন চলাচল স্বাভাবিক রাখে রেল কর্তৃপক্ষ। রিলিফ ট্রেন লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে আপলাইনেও ট্রেন চলাচল শুরু হয়।