কুমিল্লায় দোকানের টিনের চাল কেটে ৯০টি মোবাইল ফোন চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন দেবিদ্বার উপজেলার পান্নার পুল এলাকার বাবুল মিয়া ও একই উপজেলার খলিলপুর গ্রামের ইমন মিয়া। তাদের দুজনের বয়সই ২০ বছর।
বুধবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা জেলা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ১৮ আগস্ট মুরাদনগর উপজেলার বাখরাবাদ বাজারে মা ইলেকট্রনিকস নামে একটি দোকানের টিনের চাল কেটে ৯০টি মোবাইল ফোন চুরি হয়ে যায়। এ ঘটনায় পরে মামলা হয়।
এ অবস্থায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ৩০টি মোবাইল ফোনসহ বাবুল ও ইমনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে আদালতে নেয়া হলে বিচারক ওই দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।