বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিবন্ধন চেয়ে আবেদন: সঠিকভাবে ফরম পূরণেই ব্যর্থ সব দল

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২২ ১৮:৩২

চালানের টাকা ও সঠিকভাবে নিবন্ধনের আবেদন ফরম পূরণ না করায় ১৪টি দলের আবেদন বাতিলের সুপারিশ করেছে যাচাইবাছাই কমিটি। ৭৭টি দলকে আবেদন সম্পূর্ণ করার জন্য চিঠি দেয়ার পক্ষে তারা।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রত্যাশী কোনো দলই সঠিকভাবে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন জমা দেয় নাই। কোনো কোনো দল ১০ ধরনের তথ্য অসম্পূর্ণ রেখে নিজেদের আবেদন জমা দিয়েছেন।

নিবন্ধন চাওয়া ৯৩টি রাজনৈতিক দলের আবেদনগুলো বিশ্লেষণ করে প্রাথমিক বাছাইয়ে এমন তথ্য পেয়েছে এ-সংক্রান্ত বাছাই কমিটি।

চালানের টাকা ও সঠিকভাবে নিবন্ধনের আবেদন ফরম পূরণ না করায় ১৪টি দলের আবেদন বাতিলের সুপারিশ করেছে এই কমিটি। এ ছাড়া ৭৭টি দলকে আবেদন সম্পূর্ণ করার জন্য চিঠি দেয়ার পক্ষে তারা।

আইন অনুযায়ী দলগুলোকে ১৫ দিনের সময় দেয়ার সুপারিশ করেছে। আউয়াল কমিশনের সম্মতি পেলে আগামী সপ্তাহের শুরুর দিকেই দলগুলোকে এ চিঠি দেয়া হবে।

এ ছাড়া দুটি দল নিজেরাই তাদের আবেদনপত্র প্রতাহার করে নেয়।

প্রাথমিক বাছাই কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নিউজবাংলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কারও আবেদনই সম্পূর্ণ হয় নাই।’

যে ১৪টি দলের আবেদন বাতিলের সুপারিশ

কমিটি ১৪টি দলকে কোনো ধরনের সুযোগ না দেয়ার পক্ষে। এগুলো হলো মুসকিল লীগ; বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ; বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ); বৈরাবরী পার্টি; বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল; বাংলাদেশ জনমত পার্টি; বাংলাদেশে ডেমোক্রেসি মুভমেন্ট (বিডিএম); নতুন ধারা বাংলাদেশ-এনডিবি; মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি; ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ); সাধারণ জনতা পার্টি (জিপিপি); জাতীয় ইসলামী মহাজোট; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ; এবং স্বদেশকল্যাণ কর্মসূচি।

নিজেরাই প্রত্যাহার চেয়ে যে দুই দলের আবেদন: ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ।

ইসির প্রাথমিক বাছাইয়ে টিকল যে ৭৭ দল

নাগরিক ঐক্য, বাংলাদেশ ইত্যাদি পার্টি, নৈতিক সমাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি, নতুন বাংলা, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), প্রগতিশীল গণতান্ত্রিক জোট (পিডিএ), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ আম জনতা পার্টি ও বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি (বাংলাদেশ টিজেপি)কে আবেদনপত্র নতুন করে পূরণ করতে পাঠানো হবে।

একই সুবিধা পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, সম্মিলিত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল গ্রিন পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, গণরাজনৈতিক জোট-গর্জো, বাংলাদেশ বেকার সমাজ, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলামী পার্টিও।

বাংলাদেশ হিন্দু লীগ, বাংলাদেশ জাতীয় দল, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ তৃণমূল লীগ, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (বিএনডিপি), কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), ভাসানী অনুসারী পরিষদ, নাকফুল বাংলাদেশ, মুক্ত রাজনৈতিক আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকেও দেয়া হবে এই সুযোগ।

বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি, বাংলাদেশ তৃণমূল কংগ্রেস, যুব স্বেচ্ছাসেবক লীগ, ন্যাপ (ভাসানী), বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ মাইনরিটি পিপলস পার্টি, বাংলাদেশ জাতীয় বঙ্গ লীগ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) ও টিকেছে প্রাথমিক মূল্যায়নে।

আরও আছে জনতার অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), জনস্বার্থে বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় ইনফাস পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ মানবতাবাদী দল, বাংলাদেশ এনভায়রনমেন্ট গ্রিন পার্টি, বাংলাদেশ গণআজাদী লীগ, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, গণঅধিকার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, বাংলাদেশ গরিব পার্টি।

জাতীয় লীগ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ শ্রমজীবী পার্টি, বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী গ্রুপ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাজাহান সিরাজ), বাংলাদেশ জাতীয় লীগ (বিজেএল), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) এবং ফরওয়ার্ড পার্টিও তাদের আবেদনপত্র পূর্ণ করার সুযোগ পাচ্ছে।

নিবন্ধনের শর্ত অনুযায়ী নতুন দল হিসেবে নিবন্ধিত হতে হলে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মহানগর থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকার শর্ত পূরণ করতে হবে।

২০০৮ সাল থেকে নবম সংসদ নির্বাচনের আগে দলের নিবন্ধন প্রথা চালুর পর ৪৪টি দল নিবন্ধন পায়। এরমধ্যে ৫টি দলের নিবন্ধন বাতিল হওয়ায় বর্তমানে নিবন্ধিত রয়েছে ৩৯টি দল।

এ বিভাগের আরো খবর