ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেই চলেছে শীতের জেলা বলে খ্যাত পঞ্চগড়ে। শুরু হয়ে গেছে জনদুর্ভোগও।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।
এর আগে গত বুধবারও এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বুধবার বিকেল থেকেই পঞ্চগড়ের ওপর দিয়ে উত্তরের হিমেল বাতাস বইতে শুরু করে।
দিন গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই তীব্র শীত অনুভূত হতে থাকে। বাতাসের কারণে রাতে কুয়াশা ছিল বেশ কম। তবে ভোররাতে হঠাৎ করে শুরু হয় ভারী কুয়াশা।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে এ কুয়াশা। সকালে সূর্যের মুখ দেখা গেলেও কুয়াশা আর শীতল বাতাসের কারণে দিনভর রোদের উত্তাপ ছিল অনেক কম।
কনকনে শীত উপেক্ষা করেই সকালে কাজে নেমেছিলেন খেটে খাওয়া শ্রমজীবীরা। সকালে তেঁতুলিয়ার মহানন্দা এবং পঞ্চগড়ের করতোয়া নদীতে দেখা গেছে দল বেঁধে পাথর-বালু উত্তোলন করছেন শ্রমিকরা। জেলার ছিন্নমূল মানুষেরা শীতবস্ত্র সংগ্রহের আশায় পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ জেলা প্রশাসনের অফিসে ধরনা দিচ্ছেন।
এ পর্যন্ত জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২০ হাজার শীতবস্ত্র বিতরণের কথা জানিয়েছে জেলা প্রশাসন।