বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোটে অনিয়ম হলে তাৎক্ষণিক অ্যাকশন: রংপুরে জাপা

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২২ ১৭:৪৭

‘যদি ভোটে কেউ অনিয়ম করতে চায় তবে সে বোকার স্বর্গে বাস করছে। আমরা প্রস্তুত আছি এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। নগরীর ২২৯টি ভোটকেন্দ্রের কোথাও যদি অনিয়ম করার চেষ্টা করা হয় তাহলে জাতীয় পার্টি তাৎক্ষণিক অ্যাকশন নেবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১০০ জন করে কর্মী থাকবে, তারা ভোটে অনিয়ম করতে আসা যেকোনো অশুভশক্তিকে প্রতিহত করবে।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। তারা মনে করে, সুষ্ঠু নির্বাচন হলে গতবারের মতোই তাদের জয় নিশ্চিত।

তবে সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবার জয় পাওয়া আওয়ামী লীগ আবার জয়ের ব্যাপারে আশাবাদী।

২৭ ডিসেম্বরের ভোট সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা গণসংযোগ করেন নগরীর কাচারীবাজার, মুন্সিপাড়াসহ বেশ কয়েকটি এলাকায়।

নগরীর শাপলা চত্বর, আদর্শপাড়া, নুরপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

গত নির্বাচনে এক লাখ ভোটে জয় পাওয়া জাপা নেতা মোস্তফা বলেন, ‘যদি ভোটে কেউ অনিয়ম করতে চায় তবে সে বোকার স্বর্গে বাস করছে। আমরা প্রস্তুত আছি এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। নগরীর ২২৯টি ভোটকেন্দ্রের কোথাও যদি অনিয়ম করার চেষ্টা করা হয় তাহলে জাতীয় পার্টি তাৎক্ষণিক অ্যাকশন নেবে।

‘প্রতিটি ভোটকেন্দ্রে ১০০ জন করে কর্মী থাকবে, তারা ভোটে অনিয়ম করতে আসা যে কোনো অশুভশক্তিকে প্রতিহত করবে।’

লাঙ্গলের প্রার্থী বলেন, ‘রংপুর সারা বাংলাদেশের চেয়ে আলাদা একটি জায়গা। এখানকার মানুষ যেমন ঠান্ডা, তেমনি গরম হলেও তাদের থামানো যাবে না। আমি মনে করি এ ধরনের কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না নির্বাচন কমিশন। তারা সঠিক সিদ্ধান্তই নিয়ে নির্বাচন করবে।’

অন্যদিকে, আওয়ামী লীগের ডালিয়া বলেন, ‘উন্নয়নবঞ্চিত রংপুরবাসী তাদের ভাগ্য উন্নয়নে একজোট হয়েছেন। নির্বাচনী গণসংযোগে গিয়ে আমরা নৌকা মার্কার পক্ষে ব্যাপক সাড়াও পাচ্ছি। নগরবাসীর এই গণজোয়ার ২৭ ডিসেম্বর নৌকার পক্ষে রায় দিবে বলে আমি মনে করছি।’

তৃতীয়বারের মতো সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নগরীর গুপ্তপাড়া, চিড়ারমিল মোড়, বিরাগীপাড়া তাঁতীপাড়ায় প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন, বুড়ির হাট, সিওবাজার এলাকায যান ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল।

রংপুর রিটার্নিং কর্মকর্তা আবদুর বাতেন জানান, ৩৩টি ওয়ার্ডের ২২৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। কেন্দ্রগুলো থাকবে সিসিটিভির আওতায়।

এ বিভাগের আরো খবর