জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর দুটি জাতীয় পরিচয়পত্র রাখার অভিযোগে করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
২০২০ সালের ৩০ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে এনআইডি জালিয়াতির অভিযোগে এই মামলা করেন গুলশান থানার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া।
ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের (ডিবি) দেয়া অভিযোগপত্র গ্রহণ করেন। এর আগে গত ২৪ নভেম্বর অভিযোগপত্রটি আদালতে জমা দেন ডিবির গুলশান জোনের পরিদর্শক রিফন উদ্দিন।
এ মামলায় ২০২০ সালের ৩ সেপ্টেম্বর আদালত সাবরিনাকে দুই দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে ১৪ সেপ্টেম্বর তাকে ওই মামলায় কারাগারে পাঠানো হয়। পরে এ মামলায় ২০২০ সালের ২২ নভেম্বর জামিন পান সাবরিনা।
মামলায় অভিযোগ করা হয়, সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়।
সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। একটিতে জন্মতারিখ দেয়া হয় ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হকের নাম। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল হক চৌধুরী।