গাজীপুরের টঙ্গী রেলব্রিজের ওপর মালবাহী ট্রেনের একটি বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে আপলাইনে ঢাকার সঙ্গে বন্ধ রয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও উত্তর-পশ্চিমাঞ্চলমুখী রেল সংযোগ লাইন। তবে বিকল্প উপায়ে ডাউন লাইনে উভয়মুখী ট্রেন চলাচল করছে।
টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর ওপর টঙ্গী রেল ব্রিজ পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়। সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো টঙ্গী স্টেশনে নিয়ে রাখা হয়েছে।
রাকিবুর আরও জানান, লাইনচ্যুত বগিসহ অন্য দুটি বগি এখনও রেল ব্রিজের উপরেই রয়েছে। দুর্ঘটনাস্থলটি যেহেতু সেতুর ওপর তাই বগি উদ্ধারে কিছুটা ঝুঁকি রয়েছে। রেলওয়ের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।