সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বরগুনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক আনিসুজ্জামান তুহিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বরগুনায় দুর্ঘটনার আট দিন পর ৩২ বছর বয়সী আনিসুজ্জামান তুহিনের মৃত্যু হয়।
তুহিনের শ্বশুর মো. নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘গত ১৪ ডিসেম্বর বরগুনা গণপূর্ত ভবনের সামনে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন আমার মেয়ের জামাই। প্রথমে তাকে বরগুনা সদর হাসপাতাল নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘আমার জামাতা বরগুনা সদর থানার করিটোলা গ্রামের বাসিন্দা। আমার মেয়ে ও তার স্ত্রী নাইমা আশরাফী। তাদের ১৫ মাসের সন্তান রয়েছে।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘বরগুনা সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত অবস্থায় এক যুবলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’