কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে গণমিছিলের প্রস্তুতি সভা করেছে খুলনা মহানগর বিএনপি। আগামী ২৪ ডিসেম্বর এ মিছিল অনুষ্ঠিত হবে।
ওই দিন বিকেল ৩টায় নগরীর কে ডি ঘোষ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হবে।
গণমিছিলটির নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান। উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির এক যৌথ প্রস্ততি সভায় গণমিছিলের রোডম্যাপ করা হয়।
এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সর্বশেষ বিভাগীয় গণসমাবেশ থেকে দেশজুড়ে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
খুলনার প্রস্তুতি সভায় সভাপতিত্ব করা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ এই রাজনৈতিক আন্দোলন কর্মসূচিকে সফল করতে আমরা পুলিশ ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। ডিসেম্বর মাসের শুরু থেকে বিশেষ অভিযানের নামে খুলনা মহানগরীসহ জেলার থানায় থানায় নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার ও তল্লাশি অভিযানের সময় পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচারণ করা হয়েছে। প্রতিটি থানায় নাশকতা ও সহিংসতার কল্পকাহিনী সাজিয়ে একের পর এক গায়েবী মামলা হয়েছে। আমরা এসব বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানাবো মিছিলে।’
দলটির মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আহ্বায়ক আমীর এজাজ খান ও মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তারিকুল ইসলাম জহিরসহ অনেকেই।
সভা থেকে খুলনা কারাগারে বিভিন্ন সময়ে আটক বিএনপির প্রায় অর্ধশত নেতা-কর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।