ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন তৈরি হয়নি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি এমন মনে করেন গত ১৪ ডিসেম্বরের ঘটনাতেও এ নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না।
বুধবার রাজশাহী পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহী জেলা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
পিটার হাসের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূতদের জন্য আমরা যথেষ্ট নিরাপত্তা দিয়ে থাকি। তার নিরাপত্তা ঘাটতি হয়েছে বলে আমরা মনে করি না।’
গত ১৪ ডিসেম্বর বিএনপির নিখোঁজ নেতার বাসভবনে যাওয়ার পর পিটার হাসের কাছে অন্য একটি সংগঠন স্মারকলিপি দেয়ার চেষ্টার ঘটনাটিতে নিরাপত্তহীনতা তৈরি হয়নি বলেও মনে করেন মন্ত্রী। তিনি বলেন, ‘সেখানে এমন কিছু হয়নি যার কারণে তার নিরাপত্তা বিঘ্নিত হবে।’
দেশবাসীর মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সরকারেরও চাওয়া বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিরোধীদলের দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, আওয়ামী লীগ সরকারই এই নির্বাচনের ব্যবস্থা করবে।
২০১৩ সালে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল হক সুমনের বাসায় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। গত ১৪ ডিসেম্বর তিনি সেখানে যাওয়ার পর হয় নানা ঘটনা
১৯৯৬ থেকে তিনটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায় সরকারের অধীনে হলেও উচ্চ আদালত ২০১১ সালে এই সরকারকে অসাংবিধানিক ঘোষণা করলে নির্বাচিত সরাকরের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনে আওয়ামী লীগ সরকার।
প্রতিবাদে ২০১৪ সালের জাতীয় নির্বাচন বর্জন করে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও বিএনপি ও সমমনারা ফের আগের দাবিতে ফিরে গেছে। তাদের দাবি, আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশবাসীর প্রত্যাশা করে, আমরাও সেটা চাচ্ছি।
‘দেশের একটি আইন আছে, একটি সংবিধান আছে। যে সংবিধানকে ফলো করে আমরা চলছি। সেই সংবিধানে কোন জায়গাতেই তত্ত্বাবধায়ক সরকারের কথা নেই। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের কোন প্রশ্নই আসে না।’
পৃথিবীর অন্য দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, এভাবেই আমাদের দেশে নির্বাচন হবে বলেও জানিয়ে দেন তিনি।
আন্দোলনের নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিতও দেন মন্ত্রী। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী বিরোধীদের মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। তবে আন্দোলনের নামে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং আগামীতেও হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।