জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ছেলে রাফাত চৌধুরীর জঙ্গি সংশ্লিষ্টতার পাশাপাশি জামায়াত আমিরের বিরুদ্ধে অভিযোগ আছে জঙ্গিদের অর্থায়নের।
নতুন জঙ্গি সংগঠন সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাইয়ে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ১২ ডিসেম্বর রাতে শফিকুরকে আটক করা হয়।
পরদিন সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান তাকে আটকের বিষয় নিশ্চিত করে জানান, শফিকুরের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেয়ার অভিযোগ রয়েছে।
যাত্রাবাড়ী থানার সন্ত্রাস দমন আইনে করা একটি মামলায় শফিকুরকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে তাকে হাজিরের পর ফের রিমান্ড আবেদন করা হয়। সিটিটিসি ইউনিটের পরিদর্শক আবুল বাশার এবার ৮ দিনের রিমান্ড চান।
ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূর শুনানি শেষে ৩ দিনের রিমান্ড আদেশ দেন।
শফিকুর রহমানের পক্ষে আইনজীবী কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, শিশির মনির রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
গত ৯ নভেম্বর শফিকুরের ছেলে রাফাত চৌধুরীকে সিলেট থেকে গ্রেপ্তার করে সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিট। তিনি একটি জঙ্গি সংগঠনের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক বলে জানান পুলিশ কর্মকর্তারা। ছেলে রাফাতসহ কয়েকজনকে জঙ্গিবাদে জড়ানো, আর্থিক সহায়তা, প্রশিক্ষণ, আশ্রয় দেয়ার অভিযোগ আনা হয় শফিকুরের বিরুদ্ধে।
শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন ২০১৯ সালে। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।