বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেই খুকি এখন সংকটাপন্ন

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২২ ১৮:২১

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে, খুকি স্ট্রোক করেছেন। সিটি স্ক্যান করে এই স্ট্রোক ধরা পড়েছে।

জয়িতা পুরস্কার পাওয়া রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি এখন গুরুতর অসুস্থ। স্ট্রোক করে বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিকৎসাধীন।

চিকিৎসকরা বলছেন তার অবস্থা জটিল।

প্রায় ৬২ বছর বয়সী দিল আফরোজ খুকি রাজশাহী মহানগরীতে প্রায় ৪০ বছর ধরে তিনি পত্রিকা বিক্রি করছেন। অনেক পরিশ্রম আর কষ্টের জীবনযাপন করেও উপার্জিত অর্থ থেকে অন্য অসহায়দেরও নিয়মিত সহায়তা দেন তিনি।

২০২০ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুকির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পেলে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকির পাশে দাঁড়ায়। বিভিন্নভাবে সহায়তা দেয়া হয়। ২০২০ সালে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কারও পান তিনি।

গত শনিবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর এলাকায় খবরের কাগজ বিক্রি করার সময় হাঁটতে হাঁটতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খুকি। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নগর স্পেশাল ব্র্যাঞ্চের কনস্টেবল শফিকুর আলম সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে রামেক হাসপাতালে নিয়ে যান।

প্রায় ৪০ বছর ধরে রাজশাহী মহানগরীতে পত্রিকা বিক্রি করছেন খুকি

হাসপাতালের বারান্দায় রেখেই চিকিৎসা চলছিল খুকির। এই খবর পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার খোঁজখবর এবং তার ভালো চিকিৎসার উদ্যোগ নেন।

সোমবার সন্ধ্যায় মেয়র পত্নী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেণী খুকিকে দেখতে হাসপাতালে যান। তিনি খুকির চিকিৎসার খোঁজখবর নেন এবং বেডসহ উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাকে আর্থিক সহায়তাও দেন।

এ অবস্থায় হাসপাতালের বারান্দা থেকে খুকিকে ৭ নং ওয়ার্ডের ১৩ নং পেয়িং বেডে স্থানান্তর করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

এদিকে, খুকির শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে, খুকি স্ট্রোক করেছেন। সিটি স্ক্যান করে এই স্ট্রোক ধরা পড়েছে।

পরিচালক বলেন, ‘স্ট্রোক করলে মস্তিষ্কের কিছু অংশে রক্ত জমাট বেঁধে যায়। আমরা তাকে সর্বোত্তম চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। নিউরো মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কফিল উদ্দিনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।’

এ বিভাগের আরো খবর