ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকনেতাকে চড় দেয়ায় সালিশে ক্ষমা চাইলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দূস।
জেলা প্রশাসকের কক্ষে সালিশে বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম রুটের বাস শ্রমিকনেতা জাকির মিয়ার কাছে স্যরি বলে ক্ষমা চান তিনি।
জাকিরকে চড় দেয়ার ঘটনার জেরে মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। বিষয়টি মিটমাট করতে জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমসহ জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা এবং পরিবহন মালিক সমিতির নেতারা বুধবার সালিশে বসেন।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ এসব নিশ্চিত করেছেন।
লাঞ্ছনার শিকার আন্তজেলা বাস মালিক সমিতির লাইন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাকির মিয়া বলেন, ‘গত ১৫ ডিসেম্বর বিজয় মেলার গেটের একটি বাঁশের জন্য বাস ঠিকভাবে রাখা যাচ্ছিল না। সে কারণে কয়েকজন মিলে সেই বাঁশটি তুলে ফেলে।
‘সেই বিষয়টি পৌরসভার নির্বাহী কর্মকর্তা জানতে পেরে আমার সঙ্গে এসে অসদাচরণ করেন এবং আমাকে গায়ে হাত তুলেন। পরে আমার শ্রমিকরা বিচারের দাবিতে বাস মহাসড়কে রেখে অবরোধ করে। আজ বুধবার জেলা প্রশাসক মহোদয় আমাদের নিয়ে বসেছিলেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা আমাকে স্যরি বলে জড়িয়ে ধরেছেন।’
এ বিষয়ে মন্তব্যের জন্য পৌর নির্বাহী কর্মকর্তা কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।