নওগাঁর ধামইরহাটে ১৫১ বোতল ফেনসিডিলসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার চকরহমতপুর এলাকা থেকে বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন ৫০ বছর বয়সী সফিকুল ইসলাম ও তার ৩২ বছর বয়সী ছেলে সবুজ হোসেন। তারা উপজেলার উত্তর চকরহমত বাদদিঘী গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চকরহমতপুরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সফিকুল ও তার ছেলে দীর্ঘদিন ধরে ফেনসিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও কারবারিদের কাছে বিক্রি করতেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মাদকসহ আটকের পর বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব। দুজনকে আদালতে পাঠানো হবে।