গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে পাশের চারটি বাড়িও পুড়ে গেছে।
আগুনে তিন হাজার মণ পাট পুড়ে গেছে বলে জানিয়েছেন গুদামের মালিক।
উপজেলার মহিমাগঞ্জ বাজারে আজাহার মিয়ার পাটের গুদাম থেকে বুধবার বেলা ১১টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আজাহার মিয়ার পাটের গুদামে আগুন লাগে। এখান থেকেই আগুন পাশের চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও সোনাতলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গুদামের পাট ও বাড়ি চারটির ১০ থেকে ১২টি ঘর ও আসবাব পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত গুদামের মালিক আজাহার জানান, আগুনে গুদামে থাকা ৩ হাজার মণ পাট পুড়ে গেছে।
আগুনে পুড়েছে মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধানের শ্বশুরবাড়ি। তিনি বলেন, ‘আমার শ্বশুরবাড়িসহ প্রতিবেশী ফেরদৌস আলম, মজিবর রহমান ও জুয়েল মিয়ার বাড়িতে আগুন লাগে। এতে চার বাড়িতে থাকা ১০ থেকে ১২টি ঘর, আসবাব ও নগদ টাকা পুড়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
আরেক ক্ষতিগ্রস্ত ওষুধ ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, ‘আগুনে ঘরে থাকা সব পুড়ে ছাই হয়েছে। ঘর থেকে একটা সুতাও বের করতে পারিনি।’
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, 'স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে গোবিনন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহযোগিতা করা হবে।