রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত বাড়ির পাশে জঙ্গল থেকে এক নারীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গণবিশ্ববিদ্যালয়ের পেছনে ফুলেরটেক এলাকায় মো. আশিক নামে এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশে জঙ্গল থেকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর খান বুধবার সকালে জানান, উদ্ধার হওয়া ৪২ বছর বয়সী নারীর নাম পারভিন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, জঙ্গল থেকে উৎকট গন্ধ বের হলে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। অর্ধনগ্ন অবস্থায় থাকা নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল। তার মুখ ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।
তিনি আরও জানান, মরদেহটি দুই থেকে তিন দিন জঙ্গলে পড়ে থাকায় পচন ধরেছে। এ কারণে শুরুতে পরিচয় শনাক্ত করা যায়নি। পরে পিবিআই এসে প্রযুক্তির মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্ত করে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি বুধবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।