বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাঁটতে হাঁটতে আগারওয়াল এখন শেরপুরে

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২২ ২২:৪০

নিউজবাংলায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ নভেম্বর চাঁদপুরের অবস্থান করছিলেন ১৫ হাজার কিলোমিটার পথ হাঁটা ভারতীয় যুবক রোহান আগারওয়াল। প্লাস্টিকের দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করার বার্তা নিয়ে বর্তমানে তিনি শেরপুরে অবস্থান করছেন।

প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ হেঁটেছেন তিনি। নিজ দেশের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে বাংলাদেশেরও কয়েকটি জেলা ঘুরে এখন শেরপুরে অবস্থান করছেন মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা রোহান আগারওয়াল।

গত সোমবার সন্ধ্যায় শেরপুরে পৌঁছান ভারতীয় এই যুবক। প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নিরন্তর হেঁটে চলেছেন তিনি। প্লাস্টিকের ব্যবহার বেশি এমন ১৫ দেশে ভ্রমণ করার পরিকল্পনা তার।

২০২০ সালের ২৪ আগস্ট ভারতের উত্তরপ্রদেশে বারাণসীর গঙ্গার তীর থেকে হাঁটা শুরু করেছিলেন রোহান। এরপর গত ৮৪৫ দিনে হেঁটে হেঁটেই প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ পথ পাড়ি দিয়েছেন।

এ পর্যন্ত বাংলাদেশের ৪টি বিভাগের ২৫টি জেলায় গেছেন রোহান। যেখানেই যাচ্ছেন সেখানকার স্কুল-কলেজে গিয়ে হাজির হচ্ছেন। শিক্ষার্থী ছাড়াও প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে।

তার মতে, এই পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্য নয়। প্রাণী-উদ্ভিদেরও। তাই পরিবেশের বিষয়ে অবশ্যই সচেতন হওয়া উচিত। প্লাস্টিক আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে।

গত নভেম্বরে চাঁদপুরের একটি স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন রোহান

তিনি বলেন, ‘আমার লক্ষ্য পরবর্তী প্রজন্ম যেন দূষণমুক্ত একটি পরিবেশ পায়। প্লাস্টিকের ভয়াবহতা কমাতেই আমার এ যাত্রা। বাংলাদেশ থেকে নেপাল, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে হেঁটে হেঁটে ভ্রমণের ইচ্ছা আছে।’

রোহান আগারওয়ালের আগমণের বিষয়ে শেরপুর ট্যুরিজমের পরিচালক নাঈম ইসলাম বলেন, ‘আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি যে, রোহান শেরপুরে এসেছেন। পরিবেশকে আমরা দুষণের দিকে ঠেলে দিচ্ছি। এ বিষয়ে মানুষকে সচেতন করতেই রোহান কাজ করছেন। তার উদ্দেশ্য খুবই ভালো।’

ক্লিনআপ শেরপুর সদরের সমন্বয়ক আশরাফুল ইসলাম বলেন, ‘রোহানের উদ্দেশ্য খুব সুন্দর। আমাদের দেশে প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে। পৃথিবী দূষিত হচ্ছে। রোহান দূষণের বিরুদ্ধে কাজ করছে। আমরাও পরিবেশকে পরিচ্ছন্ন রাখার কাজ করছি।’

প্র‍স্ফুটিত শেরপুর এর কর্মকর্তা রেদোয়ান রাশেদ বলেন, ‘রোহানের মতো আমরাও চাই, দেশের সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। বিশেষ করে, দেশে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।’

এ বিভাগের আরো খবর