প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আদালত।
মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল। এ উপলক্ষে সুলতানাকে কারাগার থেকে হাজির করা হয়। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরি প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।
গত ৯ নভেম্বর দুই দিনের রিমান্ড শেষে সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।
এর আগে ৬ নভেম্বর সকালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন সুলতানা। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন।
এই মামলায় ৬ নভেম্বর সকালে তাকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। তিনি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য।