নোয়াখালীর সদর উপজেলায় একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরিফ হোসেন জয় নামের এক ব্যবসায়ী মারা গেছেন।
সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের আনছার কোম্পানির বাজার এলাকার চরজব্বার-সোনাপুর সড়কে সোমবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় অচিন মারমা নামের মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য আহত হন। তিনি সুবর্ণচর উপজেলার চরজব্বার পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
নিহত ৪০ বছরের জয় সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ভূঁইয়ারহাট বাজারে অনিক কম্পিউটার নামে একটি দোকানের মালিক।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে নিজের মোটরসাইকেলে পুলিশ কনস্টেবল বন্ধু অচিন মারমাকে নিয়ে চরজব্বার পুলিশ ফাঁড়ির উদ্দেশে রওনা দেন জয়।
চরজব্বার-সোনাপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোনাপুরগামী পণ্যবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। চালক জয় ও অচিন মারমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জয়কে মৃত বলে জানান।
ওসি আনোয়ারুল আরও বলেন, আহত পুলিশ সদস্য নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।