মাদারীপুর সদরের মস্তফাপুর বাজারে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জলিল মোল্লা ও তার ছেলে হেলাল মোল্লা।
বাজারে সোমবার সকালে এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিদের পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে ইউপি চেয়ারম্যানের লোকজন এই হামলায় জড়িত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী এসব নিশ্চিত করেছেন।
জলিল মোল্লা ছিলেন কুনিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
তিনি জলিলের পরিবারের বরাতে জানান, ছেলে দুলাল মোল্লার বিয়ের বাজার করতে সকালে ওই বাজারে যান জলিল। সঙ্গে ছিলেন আরেক ছেলে হেলাল মোল্লা ও মেয়ের জামাই জামাল মোল্লা। সে সময় পূর্ববিরোধের জেরে পেয়ারপুর ইউপির বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের সঙ্গে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়।
ওসি জানান, স্থানীয় লোকজন আহতদের সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জলিল ও হেলালকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
তবে অভিযোগের বিষয় অস্বীকার করে পেয়ারপুর ইউপির চেয়ারম্যান লাভলু তালুকদার বলেন, ‘আমার বিষয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার জানামতে, আমার কোনো সমর্থক তাদের ওপর হামলা চালায়নি। আমার বিরুদ্ধে তারা অপপ্রচার করছে।’