লালমাই হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘আর্জেন্টিনা জয়ের পর সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এ সময় একটি মোটরবাইক আঘাত করলে ঘটনাস্থলেই শাওন মারা যায়। পরিবার অভিযোগ না দিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়।’
আর্জেন্টিনার জয়ের পর আনন্দ মিছিল করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়।
কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পূর্ববাতাবাড়িয়া ইউটার্ন এলাকায় রোববার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ১০ বছরের শাওন আহমেদের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার খিলা পশ্চিম বাজার এলাকায়।
লালমাই হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা কামাল নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আর্জেন্টিনা জয়ের পর সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এ সময় একটি মোটরবাইক শাওনকে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরিবারের অভিযোগ না দিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়।’