বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আতশবাজি ছিটকে সাবেক এমপির স্ত্রীর গাড়িতে আগুন

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২২ ০৯:৩৬

মেসির দল আর্জেন্টিনার জয়ের পরপর গাড়িযোগে আনন্দ মিছিল নিয়ে বের হন জাতীয় পার্টির নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমানসহ তার পরিবারের অন্য সদস্যরা। পরে তারা চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে গাড়িতে অবস্থান নেন। এ সময় পাশ থেকে আতশবাজি ছিটকে পড়ে পারভীন ওসমানের গাড়ির সামনে আগুন জ্বলে ওঠে৷ সেখানে থাকা স্থানীয়রা দ্রুত আগুন নেভায়।

কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে নারায়ণগঞ্জে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছে মেসি-দি মারিয়ার সমর্থকরা।

মেসির দল আর্জেন্টিনার জয়ের পর পর গাড়িযোগে আনন্দ মিছিল নিয়ে বের হন জাতীয় পার্টির নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমানসহ তার পরিবারের অন্য সদস্যরা। পরে তারা চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে গাড়িতে অবস্থান নেন। এ সময় পাশ থেকে আতশবাজি ছিটকে পড়ে পারভীন ওসমানের গাড়ির সামনে আগুন জ্বলে ওঠে৷ সেখানে থাকা স্থানীয়রা দ্রুত আগুন নেভায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পরে তিনি অন্য গাড়িতে উঠে আনন্দ মিছিলে যোগ দেন।

নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া এলাকায় নেচে-গেয়ে, গেঞ্জি-শার্ট খুলে, ভুভুজেলা বাজিয়ে আর আতশবাজি ফুটিয়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুধু চাষাঢ়াই নয়, নগরীর ২ নম্বর রেলগেট, নিতাইগঞ্জসহ আশপাশের অলিগলি থেকে মেসি আর আর্জেন্টিনা স্লোগান দিয়ে প্রিয় দলের জয়ে উপভোগ করতে মিছিল নিয়ে বের হয় স্থানীয়রা। আর্জেন্টিনার সমর্থকদের মিছিলে প্রায়ই এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে নগরের প্রধান সড়কে।

আর্জেন্টিনার সমর্থকরা জানান, এবারের কাতার বিশ্বকাপ তাদের কাছে স্বপ্নপূরণের জয়৷ কাঙ্ক্ষিত সেই জয় শুধু আর্জেন্টিনার নয়, এ জয় ফুটবলমোদীদের। সে খুশিতে তারা সড়কে নামে।

চাষাঢ়া এলাকায় আনন্দ মিছিলে থাকা বেসরকারি কলেজের ছাত্র হাসান মাহমুদ বলেন, ‘আমি মেসি ভক্ত। আর্জেন্টিনার জয় আমাদের ফুটবল খেলা উপভোগ করার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে৷ ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হলো। আমরা তো আগের জয় দেখেনি, এবার দেখলাম। আসলেই ম্যাচটি সবাই উপভোগ করেছি।’

চা দোকানি নিজাম উদ্দিন বলেন, ‘চোখ জুড়ানো একটি খেলা দেখলাম। মাঝখানে ফ্রান্স গোল করার পর অনেক ভয় ছিল। তারপর সব কিছু শেষে জয় হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের। এই প্রজন্ম আর্জেন্টিনার জয় দেখল, মেসির জয়ে আমরা আনন্দিত৷’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, জয়ের খুশিতে পাড়া-মহল্লা থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়কে নামে উৎসুক জনতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে আগে থেকে পুলিশের টহল টিম মোতায়েন ছিল। আনন্দ মিছিল শেষে যে যার গন্তব্য স্থানে ফিরে গেছে। পরে যান চলাচল স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসে।

এ বিভাগের আরো খবর