বগুড়া শহরে কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে লাড্ডু তৈরির অপরাধে দুই মিষ্টির কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শহরের ফতেহ আলী বাজারের পাশে রোববার বেলা ২টার দিকে অভিযান চালানো হয়।
বগুড়া ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় দিয়া মনি মিষ্টান্ন ভান্ডার ও আবু সাইদ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব বিষয় নিশ্চিত করেন ভোক্তা অধিদপ্তর কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, দীর্ঘদিন ধরে দিয়া মনি ও আবু সাইদ মিষ্টান্ন ভান্ডার লাড্ডু তৈরিতে কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে আসছিল। এমন তথ্যে প্রতিষ্ঠান দুটির কারখানায় অভিযান চালানো হয়। লাড্ডুতে বিষাক্ত রং দেয়ার সময় তাদের হাতেনাতে ধরা হয়।
এ অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা ৫০ কেজি লাড্ডু ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
অভিযানে জেলা পুলিশের একটি দল অংশ নেয়।