নওগাঁয় অস্ত্র, মাদকসহ মোহাম্মদ আলী নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সদর উপজেলার সাহাপুর এলাকা থেকে রোববার ভোর ৫টায় তাকে গ্রেপ্তার করা হয়।
৩৭ বছর বয়সী মোহাম্মদ আলী সদর উপজেলার দোগাছী গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ গ্রাম হিরোইন, চার পুরিয়া গাঁজা, দুইটি সুইচ গিয়ার ছুরি, একটি রামদা, দুইটি ব্যাটন, দুইটি কাটার এবং ১০টি লাইটার উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোহাম্মদ আলী সাহাপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে স্থানীয়দের ওপর আধিপত্য বিস্তার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, র্যাবের পক্ষ থেকে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামীকে আদালতে সোপর্দ করা হবে।