শামীম ট্রাক্টর দিয়ে সাইকচাইল ও আশপাশের এলাকায় হালচাষ করতেন। রোববার দুপুরে উত্তরপাড়া ব্রিজের আশপাশের জমি চাষ শেষে রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় শামীম ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ট্রাক্টর উল্টে মো. শামীম নামে এক চালক নিহত হয়েছেন।
উপজেলার সাইকচাইল উত্তরপাড়া ব্রিজের পাশে রোববার দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. শামীম সাইকচাইল উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শামীম ট্রাক্টর দিয়ে সাইকচাইল ও আশপাশের এলাকায় হালচাষ করতেন। রোববার দুপুরে ওই ব্রিজের আশপাশের জমি চাষ শেষে রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় শামীম ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুর রহিম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।