বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জুয়ার বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টের রুল

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২২ ১৪:০৫

আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, ‘সংবিধানের ১৮ অনুচ্ছেদের ২-এ বলা হয়েছে, গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ ধারা অনুসারে জুয়ার বিজ্ঞাপন বন্ধ চাওয়া হয়েছে।’

টিভি চ্যানেল ও সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে জুয়ার বিজ্ঞাপন বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, ‘সরাসরি খেলা দেখার সময় বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হয়। এটি বন্ধ করতে নির্দেশনা চেয়ে আবেদন করেন মোহাম্মদ মিফতাউল আলম ও সুমিত কুমার সরকার। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছেন।’

আইনজীবী কামাল হোসেন মিয়াজী আরও বলেন, ‘সংবিধানের ১৮ অনুচ্ছেদের ২-এ বলা হয়েছে, গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ ধারা অনুসারে জুয়ার বিজ্ঞাপন বন্ধ চাওয়া হয়েছে।’

রুলে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, যুব ও ক্রীড়া সচিব, বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক ও প্রেস কাউন্সিলকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে খেলাধুলাবিষয়ক চ্যানেল টি-স্পোর্টসে জুয়াসংক্রান্ত সাইটের বিজ্ঞাপন প্রচার বন্ধে গত ১১ ডিসেম্বর আইনি নোটিশ দিয়েছিলেন দুই আইনজীবী।

এ বিভাগের আরো খবর