রাজধানীর মিরপুরে বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হাজেরা বেগম মারা গেছেন।
শনিবার রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, রাত ১টার দিকে হাজেরা বেগম চিকিৎসাধীন অবস্থায় হাই ডিপেন্সি ইউনিটে মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি জানান, আরিয়ান নামের এক কিশোর চিকিৎসাধীন। তার শরীরে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে শুক্রবার রাতে মিরপুর ১৩ নম্বরের পূর্ব-ইমামনগর এলাকায় বাসায় দগ্ধ হন ৪৫ বছর বয়সী হাজেরা ও ১৪ বছর বয়সী মো. আরিয়ান।
আরিয়ানের বাবা রেজাউল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তার ছেলে ও হাজেরা বেগমকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন তিনি।