রাজধানী ডেমরার সানারপাড় এলাকায় রোববার পাঁচ তলা ভবনের কাছ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই সময় মরদেহের পাশ থেকে আহত অবস্থায় ওই নারীর শিশুসন্তানকেও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করে পুলিশ বলছে, সন্তানসহ বাসার পাঁচ তলার ছাদ থেকে নারী লাফিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ওই নারীর নাম হালিমা খাতুন, যার স্বামী শিক্ষকতা করেন। তাদের ১৫ মাস বয়সী শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত হত্যাকাণ্ডের আলামত আমরা পাইনি। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বিবাদ ছিল।
‘তার স্বামীকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তদন্তের পর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বলা যাবে।’