বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ পাঁচ নেতাকে কারাগারে ডিভিশনের সুযোগ-সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
অন্য তিন নেতা হলেন ফজলুল হক মিলন, আবুল হোসেন ও আব্দুস সালাম।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বুধবার এ আবেদনের বিষয়টি জানান।
কায়সার কামাল জানান, এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ। পাঁচজনের পক্ষে কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে সম্পূরক আবেদন করেন।
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হন খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৪৫০ জন।
পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে ৪৪৫ জনকে কারাগারে পাঠায়।