রাজধানীর চকবাজারের ইমামগঞ্জ এলাকায় একটি হার্ডওয়্যার মার্কেটে লাগা আগুন ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন শনিবার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় শনিবার রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
শনিবার রাত পৌনে ১১টার দিকে চকবাজারের ইমামগঞ্জ এলাকায় একটি হার্ডওয়্যার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে লালবাগ, পলাশী ও সদরঘাট ফায়ার স্টেশন থেকে ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’
তিনি বলেন, ‘আমরা ১০টা ৪৪ মিনিটে আগুনের খবর পাই। এর ১০ মিনিটের মধ্যে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে অপেক্ষাকৃত ঘিঞ্জি এলাকা হওয়ায় আমাদের ১০টি ইউনিট ভবনটির চারপাশ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এটি হার্ডওয়্যার সামগ্রীর একটি মার্কেট, তাই আগুন নেভাতে সময় লাগে।’