বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ২১:০৫

স্থানীয়রা জানায়, ভারতীয় মাদক কারবারিদের সহায়তায় শাহীন ১৩ ডিসেম্বর ভারতে যান। ১৫ ডিসেম্বর ফেরার সময় বিএসএফ তাকে আটক করে নির্যাতন চালায়। পরে গুরুতর অবস্থায় বিএসএফ তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার সকালে ভারতের বনগাঁর একটি হাসপাতালে শাহীন নামে ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই তুহিন। তিনি স্থানীয় পুটখালী গ্রামের সামসুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, শাহীন একজন মাদক কারবারি। ভারতীয় মাদক কারবারিদের সহায়তায় তিনি ১৩ ডিসেম্বর ঘোনার মাঠ সীমান্ত দিয়ে ভারতে যান। ১৫ ডিসেম্বর ফেরার সময় বিএসএফ তাকে আটক করে প্রচণ্ড শারীরিক নির্যাতন চালায়। তার অবস্থা খারাপ দেখে বিএসএফ সদস্যরা তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে বনগাঁর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি বলেন, ‘ভারতে বাংলাদেশি এক যুবকের মৃত্যুর খবর আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তার মৃত্যু কিভাবে হয়েছে তা এখনও আমরা জানতে পারিনি। বিএসএফও কিছু জানায়নি।’

পুটখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফ্ফার বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার অপরাধে স্থানীয় পুটখালী গ্রামের শামসুর রহমানের ছেলেকে বিএসএফ নির্যাতন করে মেরে ফেলেছে বলে লোকমুখে শুনেছি।’

এ বিভাগের আরো খবর