বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফারদিনের আত্মহত্যা নিয়ে ‘আপাতত’ প্রশ্ন নেই বুয়েট শিক্ষার্থীদের

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ২০:২৬

বুয়েট শিক্ষার্থীরা বলেন, 'আপাতত ফারদিনের মৃত্যুর বিষয় নিয়ে আমাদের কোনো কর্মসূচি নেই। তবে ফারদিনের পরিবার যদি যৌক্তিক দাবিতে কিছু করে, তখন আমরা তাদের পাশে দাঁড়াব। তবে আমাদের কাছে এই বিষয়ে আর কোনো সন্দেহ বা প্রশ্ন করার মতো এলিমেন্ট নেই।'

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যু ও তদন্ত নিয়ে আপাতত প্রশ্ন নেই সহপাঠীদের। সে কারণে তারা পূর্বঘোষিত কর্মসূচি থেকে সরে গেছেন।

শনিবার সন্ধ্যায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, আপাতত তারা প্রতিবাদ কর্মসূচি দিচ্ছেন না। ফারদিনের আত্মহত্যার বিষয়ে র‍্যাব ও ডিবি যেসব তথ্যপ্রমাণ দেখিয়েছে তাতে প্রশ্ন করার সুযোগ নেই বলে মনে করছেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আপাতত ফারদিনের মৃত্যুর বিষয় নিয়ে আমাদের কোনো কর্মসূচি নেই। তবে ফারদিনের পরিবার যদি যৌক্তিক দাবিতে কিছু করে, তখন আমরা তাদের পাশে দাঁড়াব। তবে আমাদের কাছে এই বিষয়ে আর কোনো সন্দেহ বা প্রশ্ন করার মতো এলিমেন্ট নেই।

'ডিবি ও র‍্যাবের দেখানো তথ্য ও প্রমাণ নিয়ে আমরা পাঁচটা প্রশ্ন করেছি। এসব প্রশ্নের মোটামুটি সন্তোষজনক উত্তর আমরা পেয়েছি। আমাদের সেগুলো প্রাসঙ্গিক মনে হয়েছে। তারা যে তদন্ত করছে তা সন্তোষজনক। এখন আর সন্দেহ করার মতো তথ্য ও প্রশ্ন আমাদের কাছে নেই।'

বুয়েট শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: নিউজবাংলা

গত ৪ নভেম্বর বুয়েট শিক্ষার্থী ফারদিন নিখোঁজ হওয়ার তিন দিন পর নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ বিষয়ে হত্যা মামলা হলে তা তদন্ত করছে ডিবি। পাশাপাশি র‌্যাবসহ আরও কয়েকটি সংস্থা ছায়াতদন্ত করছে।

তদন্তের শুরু থেকে বিষয়টিকে হত্যা বলে ধরে নেয়া হলেও গত বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে বলা হয়, ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন।

ডিবির দাবি নাকচ করে বুয়েট শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন। এ পরিস্থিতিতে ডিবির প্রধান হারুন অর রশীদ শিক্ষার্থীদের প্রতিনিধিদলকে ডেকে নেন এবং আত্মহত্যার বিষয়ে কিছু তথ্যপ্রমাণ দেখান।

এদিকে র‍্যাবের পক্ষ থেকে পৃথক ব্রিফিংয়ে দাবি করা হয়, ফারদিন আত্মহত্যা করেছেন। এ বিষয়ে যথেষ্ট আলামত তদন্তকারীদের হাতে আছে।

বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল র‍্যাবের তথ্যপ্রমাণ ও সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানান।

বৃহস্পতি ও শুক্রবার দুটি সংস্থার তথ্যপ্রমাণ দেখার পর তদন্ত নিয়ে সন্তোষ জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। একপর্যায়ে শনিবার সন্ধ্যায় তারা সংবাদ সম্মেলন করে জানান, তদন্ত নিয়ে আপাতত প্রশ্ন না থাকায় তারা প্রতিবাদ কর্মসূচি দিচ্ছেন না।

এ বিভাগের আরো খবর